ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ‘নিন্দা’ করেছেন ইরাকের প্রেসিডেন্ট

বুধবার ইরাকের রাষ্ট্রপতি বারহাম সালিহ ইরাকের মার্কিন ঘাঁটি যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিদেশী সেনা অবস্থিত, তাদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এই অঞ্চলে “বিপজ্জনক উন্নয়ন” হওয়ার আশঙ্কা করেছেন।

তার অফিস এক বিবৃতিতে বলেছে, “ইরাকি ভূখণ্ডে সামরিক স্থাপনাগুলি আঘাত হানা এবং ইরানকে বারবার রাষ্ট্রীয় সার্বভৌমত্ব লঙ্ঘন, এবং ইরাককে যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করাকে আমরা প্রত্যাখ্যান করি। ইরানি ক্ষেপণাস্ত্র বোমা হামলার নিন্দা করি।”

ইরাক গত সপ্তাহে ইরাকে মার্কিন ড্রোন হামলায় সিনিয়র রেভিয়েশন গার্ডস কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিক্রিয়ায় বুধবার ভোরে ক্ষেপণাস্ত্রগুলির সূচনা হয়।

আজকের বাজার/লুৎফর রহমান