ইরানে করোনা আক্রান্তে দুই জনের মৃত্যু

ইরানে করোনাভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের মৃত্যু মধ্যপ্রাচ্যে করোনা ভাইরাসে মৃত্যুর প্রথম ঘটনা। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। চীনে করোনা ভাইরাস ছড়ানোর পর এ পর্যন্ত সেখানে মৃত্যুর সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। তবে চীনের বাইরে সাত আট জনের এই ভাইরাসে মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা মন্ত্রণালয়ের এক মুখপাত্র কিয়ানোশ জাহানপুরের উদ্ধৃতি দিয়ে জানায়, রাজধানীর দক্ষিণাঞ্চলীয় কোম নগরীর দুই বয়োজ্যেষ্ঠ ব্যক্তির শরীরে এই ভাইরাস সনাক্ত হয়েছে।

ওই মুখপাত্র বলেন‘সাম্প্রতিক কোমে দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টজনিত রোগ দেখা দেয়ায় দুই রোগীকে পরীক্ষা করা হলে তাদের শরীরে এ ভাইরাস সনাক্ত হয়।’বার্ধক্য ও রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় দুঃখজনকভাবে তারা দুজনেই মারা গেছেন। বার্তা সংস্থাটি এর আগে জাহানপুরকে উদ্ধৃত করে জানিয়েছিল, দুই ব্যক্তির শরীরে‘নতুন করোনা ভাইরাস’সনাক্ত হয়েছে এবং ভাইরাসে আক্রান্ত আশংকায় এমন কয়েকজনকে আলাদা হয়েছে। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান