ইরান ও সিরিয়ায় ইজরাইলী বিমান হামলা

ইজরায়েল নিয়ন্ত্রিত গোলান হাইটসে ইরান ও সিরিয়ার রকেট হামলার প্রতিশোধ নিতে দামাস্কাসের অদূরে ইরানি ও সিরীয় সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইজরাইলী যুদ্ধ বিমান।

হামলার লক্ষ্যমাত্রা ছিল ইরানের এলিট কুর্দী বাহিনীর অস্ত্র গুদাম ধ্বংস করা। সিরীয় আরব সংবাদ সংস্থা জানিয়েছে, বিমান হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হন। তবে ব্রিটিশ ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, এতে ১১ জন মারা গেছেন।

ইজরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার এক বিবৃতিতে বলেন তিনি ‘ সাফ জানিয়ে দিয়েছেন যে আমাদের যারা আঘাত করবে, আমরা তাদের আঘাত করব।

ইরানের রাষ্ট্র পরিচালিত মিডিয়া সিরিয়ায় বুধবারের হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ২১ জানুয়ারি ইরানে সামরিক টার্গেটে ধারাবাহিক বিমান হামলা শুরু হওয়ার পর থেকে সিরিয়ার ওপর ইসরায়েলের বুধবারের হামলা সবচেয়ে তীব্র ছিল।সূত্র্র:ভিওএ

আজকের বাজার/লুৎফর রহমান