ইলিশ ধরার ওপর ২ মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল

আগামীকাল থেকে ইলিশ ধরার ওপর ২ মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ ধরার ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো।
সরকার ইলিশ প্রজননের সময় ইলিশের ডিম পাড়ার বিষয়টি নিশ্চিত করতে ইলিশ প্রজনন স্থল শাটনল থেকে চর ভৈরবি পর্যন্ত ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে।
ইলিশ ধরা শুরু করতে জেলার প্রায় ৫১ হাজার নিবন্ধিত জেলে পরিবার তাদের নৌকা, জালসহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছে।
সদর উপজেলার রামদাশী এলাকার জেলে ইয়াকুব সরদার বলেন, “গত দুই মাস সরকারি নিষেধাজ্ঞা থাকায় মাছ ধরতে নদীতে যাইনি। সরকারের খাদ্য সহায়তায় জীবিকা নির্বাহ করেছি।” গত বছরের তুলনায় এবছর ইলিশ চাষ পর্যাপ্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি বলেন, জেলা প্রশাসন জাটকা ধরা বন্ধ রাখতে তাদের চেষ্টা চালিয়ে গেছেন। তারমধ্যেও কিছু কিছু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে জাটকা ধরা অব্যাহত রেখেছে। তবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।