ইশতেহার বাস্তবায়নই প্রধান চ্যালেঞ্জ: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শপথ নেয়া মন্ত্রিপরিষদ সদস্যদের প্রধান চ্যালেঞ্জই হলো দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা।

সোমবার বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘নির্বাচনের আগে আমাদের দল যে ইশতেহার দিয়েছিল সেটা বাস্তবায়ন করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ। এটা বাস্তবায়নে আমরা ধাপে ধাপে কাজ করবো।’

কাদের জানান, পার্টির প্রেসিডেন্টের সাথে আলাপকালেই নতুন মন্ত্রিসভা যে বড় চমক হবে তা তিনি বুঝতে পেরেছিলেন। ‘কিন্তু আমি মনে করি, কেউ কিছু হারায়নি। কাউকে বাদ দেয়া হয়নি, তবে দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।’

তিনি বলেন, দলীয় স্বার্থ বিবেচনায় আগের মন্ত্রিসভার অনেকেই নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাননি। ‘তাদের নেতৃত্বে আমাদের দলকে আরও শক্তিশালী করতে চাই।’

জোটের শরিকদের মন্ত্রিসভায় না রাখার বিষয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, তাদের এমপিদের মন্ত্রিসভায় রাখা না হলেও ১৪ দলীয় জোট ঐক্যবদ্ধ এবং আওয়ামী লীগের সাথে কাজ করবে। ‘মন্ত্রিসভায় তাদের প্রতিনিধি না থাকায় আমাদের জোটে ভাঙন ধরেছে তা বলা যাবে না।’

এসময় জাতীয় ঐক্যফ্রন্টকে উদ্দেশ করে কাদের বলেন, আপনাদের নবনির্বাচিত এমপিদের সংসদে পাঠিয়ে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানান।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সোমবার টানা তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সেই সাথে তার নতুন মন্ত্রিসভার ৪৬ সদস্যও শপথগ্রহণ করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনে বিকাল ৩টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, ৩টা ৪৬ মিনিটে ২৪ মন্ত্রী, ৩টা ৫৩ মিনিটে ১৯ প্রতিমন্ত্রী ও ৩টা ৫৭ মিনিটে তিন উপমন্ত্রীকে শপথ পাঠ করান। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ