ইশরাকের ১৩ দফা ইশতেহার ও ১৪৪ প্রতিশ্রুতি

দুর্নীতিমুক্ত প্রাতিষ্ঠানিক সেবা, ঐতিহ্য আর আধুনিকতার বাসযোগ্য ঢাকা গড়ার অগ্রাধিকার দিয়ে ১৩ দফা ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটির বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। যেখানে নগরবাসীকে ১৪৪টি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে ইশতেহার ঘোষণা করেন তিনি। বলেন, গণশুনানির মাধ্যমে সবার মতামতের ভিত্তিতে হোল্ডিং টোক্স নির্ধারণ করা হবে। এছাড়া দূষণ, মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্ন ঢাকা এবং যানজট নিরসনে কাজ করবে তার করপোরেশন।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, নৈতিকতার শক্তি পুনরুদ্ধারসহ নানা পদক্ষেপ নেয়ার কথা জানান ইশরাক হোসেন। বলেন, নগর পরিকল্পনায় নগরের সমস্যাকে গুরুত্ব দেয়া হবে। নেয়া হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। পার্ক ও ব্যায়ামাগারে অত্যাধুনিক ‘প্রাইমারি হেলথ চেকআপ সেন্টার’ নির্মাণের ঘোষণা দেন তিনি। নগরবাসীর স্বাস্থ্যসেবায় ভেজাল ও ফরমালিনমুক্ত খাবার নিশ্চিতে প্রতিটি বাজারে বিশেষ ব্যবস্থা নেয়ার কথা জানান ইশরাক হোসেন।

ইশতেহারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব-উন নবী খান সোহেল, মহিলা দল সভাপতি আফরোজ আব্বাসসহ বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

আজকের বাজর/লুৎফর রহমান