ইসলামী ব্যাংক চট্টগ্রাম সাউথ জোনের ভার্চুয়্যাল ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চট্টগ্রাম সাউথ জোনের ভার্চুয়্যাল ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১৫ জুন ২০২০, সোমবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান। সম্মেলনে আরো বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, এ এ এম হাবিবুর রহমান, মোঃ সিদ্দিকুর রহমান ও মোঃ মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, মুহাম্মদ শাব্বির, মোঃ মাহবুব আলম, মুহাম্মদ সাঈদ উল্যাহ ও জি এম মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের। ব্যাংকের চট্টগ্রাম সাউথ জোনপ্রধান মোঃ ইয়াকুব আলী এর সভাপতিত্বে সম্মেলনে জোনের শাখাপ্রধানগণ অংশগ্রহণ করেন। সম্মেলনে চট্টগ্রাম সাঊথ জোনের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে নির্দেশনা দেয়া হয়।

প্রধান অতিথির ভাষণে মোঃ মাহবুব উল আলম বলেন, দেশ আজ কঠিনতম সময় অতিক্রম করছে। জাতীয় নীতিমালা পরিপালন ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইসলামী ব্যাংক সামাজিক প্রয়োজন পূরণে কাজ করছে। তিনি বলেন, বিশ্বব্যাপী যে মহামারী চলছে তা মানুষের কল্পনাতীত। এই কঠিন অবস্থায় ক্ষয়-ক্ষতির পরিমাণ নি¤œ পর্যায়ে রাখার লক্ষ্যে করোনা সংকটের শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতা ও বিচক্ষণতার সাথে জাতির উদ্দেশ্য বিভিন্ন নির্দেশনা দিয়ে যাচ্ছেন। মানুষের আর্থিক কষ্ট লাঘব করতে ও অর্থের প্রবাহ ঠিক রাখতে ব্যাংকিং সেক্টরকে সময়োপযোগী দিক-নির্দেশনা দেয়ার জন্য তিনি মাননীয় গভর্নরসহ বাংলাদেশ ব্যাংকের সকল কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই ব্যাংকিং কার্যক্রমে আন্তরিকতা, দায়িত্ববোধ ও সর্বোচ্চ পেশাদারিত্বের সংস্কৃতি লালন করে আসছে। সংকটের সময়ে এ বিষয়টি আরো সুস্পষ্ট হয়েছে। ইসলামী ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী ও নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের নিকট ব্যাংকের আন্তরিক সেবা ও ভুমিকা প্রশংসিত হয়ে আসছে। তিনি বলেন, ইসলামের মৌলিক দর্শন মানুষের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসার মানসিকতা নিয়ে কাজ করায় এ অর্জন সম্ভব হয়েছে। ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনে কর্মরত অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ঈসা’র ইন্তেকালে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।