ইসিতে শেষদিনে বিভিন্ন আসনের ২৩৩ আবেদন নিষ্পত্তির শুনানি শুরু

বিভিন্ন আসনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাতিল করে দেয়ার উপর শনিবার শেষদিন আপিল নিষ্পত্তির শুনানি গ্রহণ করছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন কারাগারে থাকা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৩টি মনোনয়নপত্র বাতিল করে দেয়াসহ ২৩৩টি আপিল আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নেতৃত্বে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সকাল ১০টায় আপিল নিষ্পত্তির শুনানি শুরু হয়।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী এবং গণ ফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ছাড়াও ২৩৩ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন, যাদের আবেদন আজ শেষদিনে নিষ্পত্তি করা হবে।

দেশের ৩০০টি আসনে রিটার্নিং কর্মকর্তারা ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র গ্রহণ এবং ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল করেছিল।

মনোনয়নপত্র বাতিল হওয়াদের মধ্যে ৫৪৩জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে নির্বাচন কমিশনে আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন।

এসব আবেদনের উপর গত বৃহস্পতিবার কমিশন শুনানি গ্রহণ শুরু করেন। এরপর শুক্রবার পর্যন্ত প্রথম দুদিনে ৩১০টি আবেদনের নিষ্পত্তি করেন।

নির্বাচন কমিশনের চূড়ান্ত শুনানিতে বিএনপি’র ৬০জনসহ ১৫৮জন প্রার্থী তাদের মনোনয়নপত্র বৈধতার তালিকায় বহাল হন।

এরপরও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মনঃপুত না হলে যেকোনো প্রার্থী হাইকোর্টে আপিল করার সুযোগ পাবেন।

প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ আগামীকাল ৯ ডিসেম্বর।

এক আসনে একাধিক প্রার্থী থাকা রাজনৈতিক দলগুলোকে আসন প্রতি তাদের চূড়ান্ত প্রার্থীর নাম ৯ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং কর্মকর্তা অথবা নির্বাচন কমিশনকে জানাতে হবে। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ