ইসির আচরণে ‘পক্ষপাতিত্ব ও অভদ্রতা’ পাওয়ার অভিযোগ ঐক্যফ্রন্টের

নির্বাচন কমিশনের (ইসি) আচরণে পক্ষপাতিত্ব ও অভদ্রতা পাওয়ায় বেঠক থেকে ওয়াকআউট করেছে ঐক্যফ্রন্টের নেতারা।

মঙ্গলবার, ২৫ ডিসেম্বর বেলা ১টা ৫০ মিনিটে নির্বাচন কমিশনের (ইসি) সাথে বৈঠকের এক পর্যায়ে সেখান থেকে বের হয়ে আসেন ঐক্যফ্রন্ট নেতারা।

বৈঠক থেকে বেরিয়ে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আমরা বৈঠক থেকে ওয়াকআউট করেছি। আমাদের কাছে নির্বাচন কমিশনের আচরণ পক্ষপাতিত্ব ও অভদ্র মনে হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সরকার ও নির্বাচন কমিশন একসাথে এ নির্বাচনকে প্রহসনে পরিনত করার চেষ্টা করছে।

এর আগে দুপুর ১২টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির সাথে বৈঠক করার জন্য রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ও মোস্তফা মোহসিন মন্টু।

অপরদিকে নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, মাহবুব তালুকদার ও ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ