ইয়াবা পাচারের দায়ে কক্সবাজারে দুই রোহিঙ্গার ১০ বছরের কারাদণ্ড

ইয়াবা পাচারের দায়ে কক্সবাজারে দুই রোহিঙ্গা যুবককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে কক্সবাজারের যুগ্ন দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, মিয়ানমারের মংডুর ডেইলপাড়া এলাকার মোহাম্মদ সোলতানের ছেলে আমান উল্লাহ ও একই এলাকার মো. ইনুছের ছেলে মো. ইউসুফ।

কক্সবাজার যুগ্ন ও দায়রা জজ (প্রথম) আদালতের এর পিপি অ্যাডভোকেট আবুল হাসেম জানান, ২০১৫ সালের ১৩ আগস্ট মাসে ইয়াবাসহ আটকের পর বিজিবি তাদের টেকনাফ থানায় সোপর্দ করে। পরে বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা (জি.আর ৫১৫/২০১৫) দায়ের করে। ওই মামলায় দুজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

আরএম/