ইয়াসিরের দুর্দান্ত সেঞ্চুরিতে যত রেকর্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ইনিংস হারের সামনে দাঁড়িয়ে পাকিস্তান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫৮৯ রানের জবাবে পাকিস্তান করে ৩০২ রান। টপ অর্ডাররা ব্যর্থ হলেও বোলার ইয়াসির শাহর দুর্দান্ত সেঞ্চুরিতে এ রান করতে পারে পাকিস্তান।

প্রথম ইনিংসে মাত্র ৮৯ রানেই ৬ উইকেট হারায় পাকিস্তান। এরপর বাবর আজমের সঙ্গে ১০৫ রানের জুটি গড়ে তোলেন ইয়াসির। বাবর ৯৭ রান করে আউট হলেও আব্বাস ও মুসাকে নিয়ে লড়াই চালিয়ে যান ইয়াসির। তিনি থামেন ১১৩ রানে। আট নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে একাধিক রেকর্ড গড়েন এ ক্রিকেটার।

এক নজরে দেখে নিন সেঞ্চুরি হাঁকিয়ে যেসব রেকর্ড গড়লেন ইয়াসির শাহ

৭- সপ্তম ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকালেন ইয়াসির শাহ। এর আগে সর্বশেষ ২০১৭ সালে রাঁচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ নম্বরে নেমে সেঞ্চুরি পেয়েছিলেন ভারতের ঋদ্ধিমান সাহা। তিনি করেছিলেন ১১৭ রান।

২০০৬- ২০০৬ সালের পর আট নম্বরে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি করলেন কোনো পাকিস্তানি ক্রিকেটার। এর আগে ২০০৬ সালে ৮ নম্বরে নেমে করাচিতে ভারতের বিপক্ষে ১১৩ রান করেছিলেন উমর আকমল।

১- তারে চেয়ে কম ব্যাটিং গড় নিয়ে সেঞ্চুরি আছে কেবল একজনের। এর আগে ওয়েস্ট ইন্ডিজের জেরম টেইলর ১২.৯৬ ব্যাটিং গড় নিয়ে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। অন্যদিকে ইয়াসিরের ব্যাটিং গড় ১৪.০৬।

২১৩- দিবারাত্রির এ টেস্টে প্রথম ইনিংসে পাকিস্তানের শেষ চার ব্যাটসম্যান করেছে ২১৩ রান। যা অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৬ সালে ব্রিসবনের গ্যাবায় শেষ চার ব্যাটসম্যান করেছিল ২৩০ রান।

১০৫- সপ্তম উইকেটে ১০৫ রানের জুটি গড়েন বাবর ও ইয়াসির, যা সপ্তম উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ জুটি।

৮৯- এছাড়া নবম উইকেটে মোহাম্মদ আব্বাস ও ইয়াসির শাহ যোগ করেন ৮৯ রান। এটি নবম উইকেটে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ জুটি।

৮৯.৩৩- দুই টেস্টের এ সিরিজে সপ্তম উইকেটে পাকিস্তানের গড় জুটি ৮৯.৩৩। চলতি সিরিজে যেকোনো উইকেটে তাদের সর্বোচ্চ গড় জুটি এটিই।

আজকের বাজার/আরিফ