ঈদযাত্রায় পোশাক শ্রমিকদের জন্য ৩০টি বিশেষ বাস

এবার ঈদে পোশাক শ্রমিকদের জন্য আলাদা ৩০টি বাস বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী সোমবার সকাল থেকে গাজীপুরের চৌরাস্তায় এসব বাস অবস্থান করবে।

সেদিন থেকে ঈদের আগের দিন পর্যন্ত কারখানা ছুটির পর এসব বাসে করে চাহিদা অনুযায়ী বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারবেন পোশাক শ্রমিকরা।

ঈদ স্পেশাল সার্ভিসের অংশ হিসেবে শ্রমিকদের বাড়ি ফেরার ক্ষেত্রে ভোগান্তি কমাতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বিআরটিসির প্রধান প্রকৌশলী মো. লোকমান হোসেন মোল্লা বলেন, ‘প্রতিবছরই বাড়ি ফেরা না ফেরা, আগাম ছুটি নিয়ে দ্বিধায় থাকেন গার্মেন্টস ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা। কারখানা ছুটি হওয়ার পর শ্রমিকরা পরিবহন সংকটে থাকেন। এতে করে তারা অনেক ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। এ জন্য আমরা এ বছর ৩০টি বাস দিয়েছি গার্মেন্ট শ্রমিকদের জন্য। এগুলো আগামী ৩ জুন সকাল থেকে গাজীপুরের চৌরাস্তায় অবস্থান করবে। সেখান থেকে চাহিদা অনুযায়ী বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘ঈদে সাধারণ যাত্রীদের সার্ভিস দেওয়ার জন্য বিআরটিসির বিভিন্ন ডিপোতে আরও ৫০টি বাস রিজার্ভ রাখা হয়েছে।’

প্রসঙ্গত, এবার ঈদযাত্রায় বিশেষ বাস, ট্রেন ও লঞ্চ চেয়ে গত ২৮ মে ঢাকার রাজপথে দাঁড়িয়েছিল পোশাক শ্রমিকরা। অবশেষে তাদের সেই দাবি পূরণ হতে যাচ্ছে।

আজকের বাজার/এমএইচ