উচ্চতার কারনে হোটেলে থাকার যায়গা পেলেন না শের খান

উচ্চতাই কাল হল এক আফগান ক্রিকেট ভক্তের। সুদূর কাবুল থেকে লখনউ এসেছেন শের খান। উচ্চতা ৮ ফুট ২ ইঞ্চি। নিজের দেশ ক্রিকেট সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। মাঠে গিয়ে প্রিয় দলকে সমর্থন জানাবেন বলেই সোজা হাজির হয়েছেন লখনউতে।

কিন্তু লখনউ শহরে কোনও হোটেল তাঁকে রুম দিতে রাজি হচ্ছিল না, কারণ তাঁর উচ্চতা। একাধিক হোটেলে ঘুরেও রুম না পেয়ে মঙ্গলবার রাতে তিনি হাজির হন থানায়। শেষ পর্যন্ত পুলিশের সহযোগিতায় লখনউ শহরের নাকা এলাকার হোটেল রাজধানীতে রুম পেয়েছেন শের খান। সেখানেই মঙ্গলবার রাতটা কাটান।

শের খানকে দেখতে বুধবার সকাল থেকে হোটেলের সামনে ভিড় জমে যায়। হোটেল মালিক বলেছেন, ‘‌অন্তত ২০০ লোক ৮ ফুট ২ ইঞ্চির শের খানকে দেখতে হোটেলের সামনে ভিড় জমিয়েছিল।

এই ঘটনায় যথেষ্ট বিরক্ত হয়েছেন শের খান।‌ হোটেলের বাইরে এত লোক থাকায় নিরাপত্তার অভাব বোধ করছিলেন শের খান। শেষ পর্যন্ত পুলিশই একানা স্টেডিয়ামে পৌঁছে দেয়ে শের খানকে। জানা গেছে, অন্তত চার থেকে পাঁচদিন লখনউতে থাকবেন শের খান।

আজকের বাজার/লুৎফর রহমান