উত্তেজনাপূর্ণ বিতর্কের শুরুতেই ট্রাম্পকে ‘মিথ্যাবাদী’ বললেন বাইডেন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন মিথ্যাবাদী হিসেবে অভিহিত করে তাকে ‘শাট আপ’ বলেন।
এ দুই নেতা টেলিভিশনে প্রচারিত তাদের প্রথম দফা বিতর্কের শুরুতেই একে অপরের ওপর চটে যান। খবর এএফপি’র।
এ সময় ট্রাম্পও বাইডেনকে কড়া ভাষায় জবাব দেন এবং তাকে বলেন, ‘জো, আপনার কোন বুদ্ধি নেই এবং আপনাকে দক্ষ ও মার্জিত মনে হচ্ছে না। অনেক বয়স হলেও আপনি কিছুই শিখেননি।’
এ দুই নেতা কথা বলার সময় পরস্পরকে বারবার বাধাগ্রস্ত করায় বিতর্ক শুরুর কয়েক মিনিটের মধ্যে উত্তেজনা অনুভূত হয়। এর ফলে বাইডেন এক পর্যায়ে উত্তেজিত হয়ে বলেন, ‘ম্যান, আপনি চুপ করবেন!’
বাইডেন বলেন,‘আসল কথা হচ্ছে যে এ পর্যন্ত তিনি সাবলিলভাবে যাকিছু বলেছেন তার সবকিছু মিথ্যা। তার মিথ্যা কথা শুনতে আমি এখানে আসিনি। সকলে জানেন তিনি একজন মিথ্যাবাদী।’
সাম্প্রতিক ইতিহাসে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এ নির্বাচনের ৩৫ দিন আগে এ বিতর্ক হয়। জাতি সরাসরি দুই ভাগে বিভক্ত হয়ে এ বিতর্ক দেখে থাকে।