উস্তাদ হামিদ হোসেনকে নজরুল একাডেমী সম্মাননা প্রদান

উস্তাদ হামিদ হোসেনকে ‘নজরুল একাডেমী সম্মাননা ২০২০’ প্রদান করা হয়েছে।
নজরুল একাডেমীর আয়োজনে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমীর নবনির্মিত মিলনায়তনে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট সংগীতজ্ঞ আজাদ রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক মিন্টু রহমান।
সংগঠনের সহ-সভাপতি মুহম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উস্তাদ হামিদ হোসেন এবং কলকাতা ‘ছায়ানট’ এর সভাপতি সোমঋতা মল্লিকের হাতে নজরুল একাডেমী সন্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ।
এরপর হামিদ হোসেন নিজের প্রকাশিত সিডি উপহার হিসেবে তুলে দেন নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক মিন্টু রহমান সহ অন্যান্য কর্মকর্তাদের হাতে।
এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উদযাপন উপলক্ষে অমর একুশের বইমেলায় নজরুল একাডেমীর গবেষণাধর্মী প্রকাশনা – কবি হাসান আলীম এর ‘বিদ্রোহী কবিতার নন্দনতত্ত্ব’ বইটি নজরুল একাডেমীর পক্ষ থেকে অতিথিদের হাতে তুলে দেয়া হয়।
উল্লেখ্য, উস্তাদ হামিদ হোসেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগীত শিক্ষাগুরু উস্তাদ কাদের বক্স এর সন্তান।