উহানে বিমান পাঠাচ্ছে জাপান: মন্ত্রী

জাপান চীনের উহান নগরীতে বিমান পাঠাচ্ছে। প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়া দেশটির মধ্যাঞ্চলীয় এ নগরী থেকে নাগরিকদের সরিয়ে নিতে মঙ্গলবার রাতে তারা এ বিমান পাঠাচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী একথা জানান। তোশিমিতসু মোতাগি সাংবাদিকদের বলেন,‘আমরা বিমানের ব্যবস্থা চূড়ান্ত করেছি। চীনও প্রস্তুত রয়েছে বলে আমাদের জানিয়েছে। বিমানবন্দরে নিরাপদ পরিবহণের ব্যবস্থা করা হয়েছে।’

তিনি বলেন,‘আমরা আজ সন্ধ্যায় উহান বিমানবন্দরের উদ্দেশে প্রথম ফ্লাইট পাঠাচ্ছি। বিমানটিতে করে জাপানের নাগরিকদের পাশাপাশি চীনের জনগণের জন্য মাস্ক ও নিরাপত্তামূলক স্যুট ত্রাণ হিসেবে পাঠানো হবে।’ তিনি আরো জানান, চীনের ওই অঞ্চলে থাকা সাড়ে ৬শ’নাগরিকের মধ্যে প্রায় ২শ’জনকে এ বিমানে করে দেশে ফিরিয়ে আনা হবে। তারা দেশে ফেরার আগ্রহ ব্যক্ত করায় এমন পদক্ষেপ নেয়া হচ্ছে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান