ঊর্ধমূখী প্রবনতায় লেনদেন শেষ

সূচকের ঊর্ধমূখী প্রবনতায় শেষ হয়েছে উভয় স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) শেষ কার্যদিবসের লেনদেন। তবে বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। সেইসাথে কমেছে দুই পুঁজিবাজারেরই মোট লেনদেনের পরিমান।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক (ডিএসইএক্স) ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৩০৫ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩২৫টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ৫৪টির। এদিন ডিএসইতে মোট লেনদেন হয় ৭১৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ১৬৪ কোটি ৫০ লাখ টাকা কম। প্রধান মূল্য সূচক ৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩০৫ পয়েন্টে অবস্থান করছে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট এদিন সিএসইর সার্বিক সূচক ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২৮৪ পয়েন্টে। দিনেরশেষে লেনদেন হওয়া ২১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ৯২টির, কমে ৯৮টির ও অপরিবর্তিত অবস্থায় থাকে ২৭টির।

আজকের বাজার/মিথিলা