ঊর্ধ্বমুখি প্রবণতায় লেনদেন শেষ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। তবে আগের দিনের চেয়ে কমেছে লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৭১১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৪৭ কোটি ১৯ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে ৮৫৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ১০০টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫২১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৭৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে দুই হাজার ১০ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৬ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৯৮৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর।

আরএম/