একক রকেটে কক্ষপথে ১৩টি স্যাটেলাইট পাঠিয়েছে চীন

চীনের শানঝি প্রদেশের উত্তরে তাইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে পরমাণু ক্ষমতাধর এ দেশ শুক্রবার সফলভাবে কক্ষপথে ১৩টি স্যাটেলাইট পাঠিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, আর্জেন্টিনার কোম্পানি স্যাটেলজিকের তৈরি দূর নিয়ন্ত্রিত ১০টি বাণিজ্যিক স্যাটেলাইটসহ এসব স্যাটেলাইট বেইজিং সময় বেলা ১১টা ১৯ মিনিটে লং মার্চ-৬ রকেটে করে পাঠানো হয়।
শুক্রবারের উৎক্ষেপণ ছিল লং মার্চ রকেট সিরিজের ৩৫১তম।