‘একজন ছিলেন সাহিত্যের কবি আর অন্যজন রাজনীতির কবি’

ডি.লিট উপাধি গ্রহণকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাহিত্যের কবি আর বঙ্গবন্ধু ছিলেন রাজনীতির কবি। বাংলার ইতিহাসের এই দুজন ক্ষণজন্মা ব্যক্তিত্বের চরিত্রে ছিল দারুণ মিল। ’

শনিবার(২৬মে) দুপুরে পশ্চিমবঙ্গের আসানসোলে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন,  চিন্তাচেতনা ও জীবনদর্শনের দিক থেকে কাজী নজরুল ইসলাম ও আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবস্থান একই মেরুতে। উভয়েই শোষণ ও বঞ্চনামুক্ত একটি অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখতেন।

জয় বাংলা কবিতার স্লোগান জাতির পিতা কবি নজরুলের কবিতা থেকে গ্রহণ করেছিলেন বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাঙালির সব আন্দোলন সংগ্রামে প্রেরণা ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন অসম্প্রদায়িক। তার সেই অসম্প্রদায়িক চেতনার আলোকেই বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা চলছে।

আরজেড/