একদিন পর আবারো সূচকের পতনে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের পতনে লেনদেন শুরু হয় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। এখন পর্যন্ত লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর হারিয়ে লেনদেন হচ্ছে। একঘন্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১০৮ কোটি টাকা ৫২ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৩০ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৪৭ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫৮টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০ টির দর কমেছে ২২৩ টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ৪ কোটি ৫০ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৪৩৯ পয়েন্টে। লেনদেন হওয়া ২৮৬ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১০৫ টির দর বাড়ে ৪৫ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২০ টির দর।

 

আজকের বাজার/মিথিলা