একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু ২৪ এপ্রিল

আগামী ২৪ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন।

বুধবার সাংবিধানিক ক্ষমতাবলে রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২৪ এপ্রিল বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরুর আগে ওই দিন সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত হবে।

এ অধিবেশনটি সর্বোচ্চ পাঁচদিন চলতে পারে। কারণ আগামী জুনে বাজেট অধিবেশন বসবে। আগামী ১৩ জুন সংসদে বাজেট পেশ করা হবে। এর আগে ১১ জুন বাজেট অধিবেশন বসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গত বছরের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে মাধ্যমে একাদশ জাতীয় সরকার গঠিত হওয়ার পর গত ৩০ জানুয়ারি এ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

আজকের বাজার/এমএইচ