একুশে টিভি থেকে বরখাস্ত ফারহানা নিশো

একুশে টেলিভিশনের অনুষ্ঠান প্রধান ফারহানা শবনম নিশোকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির কোম্পানি সচিব ও মানব সম্পদ বিভাগের প্রধান মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় ১৭ মে বুধবার তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়। তবে কি কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তা ব্যাখ্যা করা হয়নি।

টেলিভিশন মিডিয়ার পরিচিত মুখ ফারহানা নিশো সংবাদ উপস্থাপিকা হিসেবে ২০০৩ সালে এনটিভির মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন। চ্যানেল ওয়ান এবং বৈশাখী টেলিভিশনের কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৫ সালের ডিসেম্বরে একুশে টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান হিসাবে যোগ দেন ফারহানা নিশো।

প্রসঙ্গত, চ্যানেল ওয়ানের প্রথম সংবাদ উপস্থাপনা করেন ফারহানা নিশো। এরপর তিনি যোগ দেন বৈশাখী টিভিতে। তাছাড়া গ্রামীণফোনের টেকনিক্যাল ডিভিশন ও ওয়ারিদ টেলিকমে প্রোজেক্ট ম্যানেজমেন্ট বিভাগেও কাজ করেছেন তিনি। কিছুদিন যমুনা টিভির সংবাদ উপস্থাপক হিসেবেও কাজ করেছেন ফারহানা নিশো।

আজকের বাজার:এলকে/আরআর/১৭ মে ২০১৭