এক যুগ পর চ্যাম্পিয়ন ব্রাজিল

পেরুকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতে নিল ব্রাজিল। কোপা আমেরিকার ৪৬তম আসরের ফাইনাল ম্যাচে রবিবার পেরুকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে দানি আলভেজ-কুতিনহো-ফিরমিনো-জেসুসরা।

সবশেষ ২০০৭ সালে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল ব্রাজিল। এরপর মাঝে কেটে গেছে ১২ বছর। মাঠে গড়িয়েছে কোপা আমেরিকার তিন-তিনটি আসর। কিন্তু ব্রাজিল আর শিরোপা জিততে পারেনি।

এক যুগ পর অবশেষে কোপা আমেরিকার শিরোপা-খরা কাটাল তিতের শিষ্যরা।

ঘরের মাঠ মারাকানা স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটেই পেরুর বিপক্ষে লিড নেয় ব্রাজিল। ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে পেরু। তবে বেশিক্ষণ এই সমতা স্থায়ী হয়নি। যোগ করা (৪৫+৩ মিনিট) সময়ে জেসুস গোল করে সেলেসাওদের আবারো এগিয়ে নেন।
৭০তম মিনিটে বড় ধাক্কা খায় ব্রাজিল। প্রতিপক্ষের ডিফেন্ডার কার্লোস সামব্রানোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জেসুস।

প্রতিপক্ষে এক জন কম থাকার সুযোগ অবশ্য কাজে লাগাতে পারেনি গত দুবারের চ্যাম্পিয়ন চিলিকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠা পেরু। উল্টো নির্ধারিত সময়ের শেষ মিনিটে তারা হজম করে তৃতীয় গোল।

আজকের বাজার/লুৎফর