এক সপ্তাহ পর ৫’শ কোটি লেনদেন

বাজারে গতি ফিরতে শুরু করছে।সূচকও ৫ হাজারের ঘরে ফিরেছে আজ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের ঊধমূখী প্রবনতায় লেনদেন শুরু হয় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সারাদিন জুড়েই সূচকের উত্থানে লেনদেন হয়েছে আজ। আট কার্যদিবস পর আজ ডিএসইতে ৫’শ কোটি লেনদেন ছাড়িয়েছে। আজ ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৫১৭ কোটি ৩৯ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮২ টির দর কমেছে ৫৩ টির আর অপরিবর্তিত রয়েছে ১৮ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ২৯ কোটি ৬৮ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ২৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২১৮ পয়েন্টে। লেনদেন হওয়া ২৫৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৮ টির দর বাড়ে ১৯৯ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ১৮ টির দর।

 

আজকের বাজার/মিথিলা