এক সপ্তাহ পিছিয়েছে ডিবিএ’র এজিএম

অণিবার্য কারণবশত এক সপ্তাহ পিছিয়ে গেল ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ডিবিএ’র বার্ষিক সাধারণ সভা বা এজিএম। ডিবিএ’র পরিচালক মো. সাজেদুল ইসলাম আজকের বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ ১৯ নভেম্বর ডিবিএ’র পূর্ব নির্ধারিত এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু একেবারেই নিজস্ব একটা অণিবার্য কারণে এজিএমের তারিখ পোছানো হয়েছে। আগামী ২৫ নভেম্বর রোববার এজিএমের পরবর্তি তারিখ নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে ওইদিন সন্ধ্যা ছয়টায় এই এজিএম অনুষ্ঠিত হবে।

ওইদিনই ডিবিএ’র নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। নিয়মানুযায়ী ফলাফল ঘোষণার ৪৮ঘন্টার মধ্যেই অফিস বেয়ারার বা কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করার কথা। সে অনুযায়ী সেদিনও অফিস বেয়ায়ার ঘোষণা হলেও হতে পারে। এমন কথা জানিয়েছেন এই ডিবিএ পরিচালক।

এবারের কার্যনির্বাহী পরিষদে কোনো চমক থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে মো. সাজেদুল ইসলাম জানান, এবারের পরিষদে ১৫ জনের মধ্যে ৯ জনই নতুন মুখ। সুতরাং নতুন চমক তো থাকতেই পারে।

আবার আমাদের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট শাকিল রিজভী সাহেবও এবারের পরিষদে রয়েছেন। আমার মতে উনি খুবই যোগ্যতম ব্যাক্তি। উনাকে প্রেসিডেন্ট হিসেবে পেলে ব্যাক্তিগতভাবে আমি খুশী হবো।

বিভিন্ন ইন্সটিটিউশনের কয়েকজন প্রতিনিধি রয়েছেন। তারা মার্কেট লিডার বা মার্কেট মুভার। তারাও অনেক যোগ্য, সেখান থেকেও কেউ নেতৃত্বে আসলে আমার মনে হয় ভালো হবে। আসলে এখন কিছুই বলা যাবে না। ওইদিন আমাদের নিজেদের মধ্যে একটা বৈঠক হবে সেখানেই নির্ধারণ হবে কে হচ্ছেন প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর বিনা প্রতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিবিএ’র ১৫জন পরিচালক নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন-ডেল্টা ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ রহমান, আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো: সাইফুদ্দিন, রেমনস ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো: মফিজুদ্দিন, কে-সিকিউরিটিজ অ্যান্ড কলসালটেন্টসের ব্যবস্থাপনা পরিচালক দিল আফরোজ কামাল, এরাইজ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল হক, এক্সপো ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি চৌধুরী, এমিনেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক উমর হালদার খান, রাসটি সিকিউরিটিজ কনসালটেন্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেদোয়ানুল ইসলাম, ঢাকা ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, আদিল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক দস্তগীর মো. আদিল, ইউনিক্যাপ সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালি উল ইসলাম, এমডি শহিদুল্লাহ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরিফ আনোয়ার হোসেন, গ্লোবাল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড ডি রোজারিও, শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: শাকিল রিজভী এবং শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো: শাজেদুল ইসলাম।