এখনও শনিবার সোহরাওয়াদী উদ্যানে জনসভার অনুমতি পায়নি বিএনপি

আগামী শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা করার অনুমতি এখনও পায়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। তবে অনুমতি পাবে বলে আশা ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

সংবাদ সম্মেলনে এই বিএনপি নেতা আরো বলেন, ‘রাষ্ট্রযন্ত্র সরকারের হাতে বলেই বিরোধী দলকে দমনের চেষ্টা করা হচ্ছে। আজীবন ক্ষমতায় থাকতেই বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। বাসায় বাসায় তল্লাশি চালানো হচ্ছে।‘

এসময় রিজভী অভিযোগ করে বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়ানোর চেষ্টা চলছে। হীন উদ্দেশ্য চরিতার্থ করতেই ওই মামলা নিয়ে মাঠে নেমেছে সরকার।

প্রধানমন্ত্রী দেশে গণতন্ত্র ও বাকস্বাধীনতা চান না বলেও এসময় মন্তব্য করেন রিজভী।

আজকের বাজার/এমএইচ