এফ আর টাওয়ারে উদ্ধার কাজে সেনাবাহিনীর হেলিকপ্টার

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৩২ নম্বর হোল্ডিংয়ে ২১ তলা এফ আর টাওয়ার নামের ভবনটিতে দুপুর ১ টার দিকে আগুন লাগে বলে জানা যায়।
ভবনটিতে বহু মানুষ আটকা পড়েছে বলে জানা গেছে। তবে থেমে থেমে এই আগুনের শিখা আবারও বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে দমকল কর্মীরা জানান।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন বলেন, তাদের ১৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
ভবনে আটকা পড়াদের উদ্ধারে দুটি হেলিকপ্টার অভিযান চালাচ্ছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফ আর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে দমকল বাহিনী সূত্রে জানা যায়। প্রায় তিনটা পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি। ভবন থেকে অনেকে তার বেয়ে নামতে গিয়ে পড়ে আহত হয়েছেন। তবে হতাহতেরপরিমাণ নিশ্চিত করা যায়নি। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভবনটিতে দ্য ওয়েভ গ্রুপ, হেরিটেজ এয়ার এক্সপ্রেস, আমরা টেকনোলজিস লিমিটেড ছাড়াও অর্ধশতাধিক অফিস রয়েছে।