এবার জ্বালানি খাত উন্নয়নে বেশি সময় দেয়া হবে: নসরুল হামিদ

এবার দেশের জ্বালানি খাত উন্নয়নে বেশি সময় দেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনে প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে জড়ো হওয়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে আমরা বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য বেশি সময় দিয়েছি। এবার আমরা জ্বালানি খাতের জন্য বেশি মনোযোগ দেব।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ পাওয়ার পর আজ প্রথমবারের মতো কর্মকর্তাদের সাথে কথা বলেন নসরুল হামিদ।

তিনি কর্মকর্তাদের কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দ্বিধা বোধ না করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘কোনো বিষয়ে দেরি না করে আপনাদের বরং দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।’

প্রধানমন্ত্রী তার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী উল্লেখ করে নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনার অধীনে কাজ করা তার জন্য এক বিরল সুযোগ।

প্রতিমন্ত্রী জানান, তিনি তার মন্ত্রণালয়ের জন্য আগামী তিন মাসে একটি পরিকল্পনা তৈরি করবেন এবং পরবর্তী সাড়ে চার বছরে সেগুলো বাস্তবায়নে যাবেন।

‘আমাদের মূল লক্ষ্য হবে ২০২১ সাল এবং এ লক্ষ্য মাথায় রেখে সব পরিকল্পনা তৈরি করা হবে,’ যোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতিদিন ২৪ ঘণ্টা কাজের মানসিকতা গড়ে তোলার নির্দেশ দেন।

তিনি জানান, নতুন সরকারের অগ্রাধিকার হবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ