এবার নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

ধর্ষণের বিচারের দাবিতে অনশন করতে থাকা ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থীকে ফেসবুক লাইভে এসে নূর ‘দুশ্চরিত্রা’ বলায় তার বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন ওই ছাত্রী।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেনের আদালতে এ মামলাটি করেন ওই শিক্ষার্থী।

গত বৃহস্পতিবার থেকে স্নাতকোত্তর পর্বের ওই শিক্ষার্থী ক্যাম্পাসে আমরণ অনশন পালন করছেন।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর নূরসহ সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হাসান, নাজমুল হাসান সোহাগ ও সাইফুল ইসলাম, পরিষদের সহ-সভাপতি নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এনে লালবাগ থানায় মামলা করেন ওই ছাত্রী।

তিনি ২১ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরেকটি মামলা দায়ের করেন।