এসএ গেমসে বাংলাদেশর সোনায় মোড়ানো দিন

এশিয়ার অলিম্পিকখ্যাত সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১৩তম আসরের তৃতীয় দিন শেষ।এশিয়ার গেমসের তৃতীয় দিন শেষে ৩ টি সোনা জিতে শেষ করেছে বাংলাদেশ ।এখন বাংলাদেশের মোট ৪ টি সোনা অর্জন করা হল।ভালো মন্দ মিলিয়ে দিনটি শেষ করেছে বাংলাদেশ। তিনদিন শেষে সবমিলিয়ে এখন পর্যন্ত ২৭টি পদক জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। পদকের মাঝে রয়েছে ৪টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ১৭ ব্রোঞ্জ।

মেয়েদের একক কারাতে ইভেন্টে ব্রোঞ্জ জিতে পদক তালিকায় নাম লেখায় বাংলাদেশ। ব্রোঞ্জজয়ী হোমায়রা আক্তার অন্তরার হাত ধরে চতুর্থ স্বর্ণ জেতে বাংলাদেশ। এর আগে এ আসরে দেশের হয়ে প্রথম স্বর্ণ জিতেছেন দীপু চাকমা। তায়কোয়ান্দোর ২৯+ পোমস ইভেন্টে এই পদক জেতেন তিনি।

কারাতের পুরুষ বিভাগে ঊর্ধ্ব-৬০ কেজি শ্রেণিতে পাকিস্তানের প্রতিযোগীকে হারিয়ে বাংলাদেশকে দ্বিতীয় সোনা এনে দেন মোহাম্মদ আল আমিন। দেশের তৃতীয় স্বর্ণ আসে মারজানা আক্তার পিয়ার হাত ধরে। মেয়েদের কুমিতে অনূর্ধ্ব ৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কাউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে এ পদক অর্জন করেন তিনি।

এবারের আসরটিকে বাংলাদেশের জন্য সম্ভাবনাময় হিসেবেই ভাবছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। পদকের সংখ্যায় এর আগের যেকোনো আসরকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় নিয়েই এবার নেপাল গেছে দেশের ক্রীড়াবিদরা।

আজকের বাজার/আরিফ