এ বাজেটকে জনকল্যাণমুখী বলা যাবে না: ড. সালেহউদ্দিন

২০১৮-২০১৯  অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণমুখী বাজেট বলা যাবে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২৫ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘প্রস্তাবিত বাজেট ২০১৮-২০১৯: নাগরিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমাদের বড় বড় মেগা প্রকল্পগুলোর প্রতি দৃষ্টি ও মনোযোগ এত বেশি যে, এতে মাঝারি বা ছোট প্রকল্পের আওতায় থাকা লোকেরা কিন্তু সাফার হচ্ছে। মেগা প্রকল্পগুলো ভবিষ্যতে কাজে লাগবে। কিন্তু এসব চিন্তা করলে জনকল্যাণমুখী বাজেট এটাকে বলা যাবে না।’

মেগা প্রকল্পে দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘বড় বড় প্রকল্পে দুর্নীতি হচ্ছে। এখন কিন্তু দুর্নীতি ৫০০ বা হাজার টাকায় নয়, এখন দুর্নীতি হচ্ছে হাজার কোটি টাকায়।’

তিনি আরও বলেন, ‘বাজেট বাস্তবায়ন করতে হলে সক্ষমতা দরকার। সেই সক্ষমতা তো এখনও আমাদের নেই। সরকারি, বেসরকারি ও রেগুলেটরিভিত্তিক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বৃদ্ধি দরকার। কিন্তু তা হয়নি। এবারের বাজেটটা তাই আলাদাভাবে চমকের কোনও বাজেট নয়। আমরা ভেবেছিলাম উন্নয়নের বাজেট হবে এবং উন্নয়নটা হবে টেকসই। সেটা দেখছি না।’

এই অর্থনীতিবিদ বলেন, ‘শিক্ষাখাতে যে বাজেট রাখা হয়েছে, তার মধ্যে সব চেয়ে বেশি বাজেট রাখা হয়েছে শিক্ষকদের বেতন-ভাতায়। কিন্তু শিক্ষার গুণগত মান বাড়াতে বরাদ্দ কম।’

তিনি বলেন, ‘মাত্র এক বছরের মাথায় সড়ক উন্নয়নে ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। টেকসই উন্নয়ন যদি হয়, তাহলে এক বছরের মাথায় এই বরাদ্দ কেন?’

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে আরও বক্তব্য রাখেন— অর্থনীতিবিদ সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ প্রমুখ।

আরজেড/