ওবামাকেয়ার বাতিলের আদেশে সই করে প্রেসিডেন্ট ট্রাম্পের কাজ শুরু

ছবি : ইন্টারনেট

ওবামাকেয়ার আইনগতভাবে বাতিলে নির্বাহী আদেশে সই করে প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে ওই নির্বাহী আদেশে ট্রাম্প সই করেন।ওই নির্বাহী আদেশের লক্ষ্য দ্রুত স্বাস্থ্যবিমা বাতিল করা।নির্বাচনী প্রচারের সময় এটি তার অন্যতম প্রতিশ্রুতি ছিল।

বিবিসির খবরে বলা হয়েছে, আদেশটির অনুলিপি ইতোমধ্যে সরকারি সংস্থা ও বিভাগগুলোকে ওবামাকেয়ার আইনগতভাবে বাতিল করতে স্মারক পাঠানো হয়েছে।

নির্বাহী আদেশে সইয়ের মাধ্যমে ট্রাম্প বুঝিয়ে দিলেন ওবামাকেয়ার বাতিল করাই তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।ওবামাকেয়ার বাতিলের পাশাপাশি একই সময়ে ভিন্ন বিমা কর্মসূচি চালুর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। অবশ্য এমন কোনো কর্মসূচি কংগ্রেসের অনুমোদন ও অর্থ বরাদ্দ ছাড়া সম্ভব নয়। ওবামাকেয়ার বাতিল হলে প্রায় দুই কোটি মার্কিন নাগরিক স্বাস্থ্যবিমা হারাতে পারেন।

১৪ জানুয়ারি মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ওবামাকেয়ার বাতিলে প্রথম পদক্ষেপ নেয়।   ওই দিন পদক্ষেপটি ২২৭-১৯৮ ভোটে পাস হয়।

সুত্র:  অর্থসূচক