ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১০ হাজারী ক্লাবে বিরাট

লিটল মাস্টারখ্যাত ভারতের সাবেক ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিয়েছেন তারই স্বদেশি বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১০ হাজারী ক্লাবে প্রবেশ করেছেন ভারত অধিনায়ক।

বুধবার (২৪ অক্টোবর)  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে ভারত। অ্যাশলে নার্সের করা ইনিংসের ৩৭তম ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে সবাইকে ছাপিয়ে যান কোহলি। এই রেকর্ড গড়তে তিনি পেছনে ফেলেছেন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রিকি পন্টিংদের।

১০ হাজারী ক্লাবে প্রবেশে কোহলি খেলেছেন ২০৫ ইনিংস। অন্যদিকে এই গৌরবময় ক্লাবে প্রবেশে টেন্ডুলকার খেলেছিলেন ২৫৯ ইনিংস। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেন্ডুলকার ১০ হাজারী ক্লাবে প্রবেশে করেন।

শচীনের পরই রয়েছেন আরেক ভারতীয় সৌরভ গাঙ্গুলি। ১০ হাজারী ক্লাবে স্থান পেতে তিনি খেলেছেন ২৬৩ ইনিংস।

আজকের বাজার/এমএইচ