ওয়েস্ট ইন্ডিজকে কড়া জাবাব দিল কোহলি

অধিনায়ক বিরাট কোহলি ও ওপেনার লোকেশ রাহুলের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে পরাজিত করেছে স্বাগতিক ভারত।

ক্যারিবিয়ানদের ছুঁড়ে দেয়া ২০৮ রানের টার্গেট ৮ বল বাকী রেখেই জয় নিশ্চিত করে ভারত। কোহলি ৫০ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন। রাহুল করেন ৪০ বলে ৬২।

শুক্রবার রাতে হায়দারাবাদে টস হেরে ব্যাটিংয়ে নামে কাইরন পোলার্ডরা। ব্যাট হাতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা। ২ রান করে ফিরেন ওপেনার লেন্ডন সিমন্স। শুরুতে ধাক্কা খেলেও, পরের দিকের ব্যাটসম্যানদের তাণ্ডবে ২০ ওভারে ৫ উইকেটে ২০৭ রানের বিশাল সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।

ওপেনার এভিন লুইস ১৭ বলে ৪০, ব্রান্ডন কিং ২৩ বলে ৩১, শিমরোন হেটমায়ার ৪১ বলে সর্বোচ্চ ৫৬, অধিনায়ক কাইরন পোলার্ড ১৯ বলে ৩৭, জেসন হোল্ডার ৯ বলে অপরাজিত ২৪ ও উইকেটরক্ষক দিনেশ রামদিন ৭ বলে অপরাজিত ১১ রান করেন। ভারতের যুজবেন্দ্রা চাহাল দুটি উইকেট নেন।

জবাবে চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ৮ রান করা রোহিত শর্মাকে হারায় ভারত। এরপর ১০০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন ওপেনার লোকেশ রাহুল ও অধিনায়ক বিরাট কোহলি। ৪০ বলে ৬২ রানে ফিরেন রাহুল।

এর পর উইকেটরক্ষক ঋসভ পান্থ ১৮ ও শ্রেয়াস আইয়ার ৪ রানে থামলেও এক প্রান্ত আগলে ভারতের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কোহলি।

আজকের বাজার/আরিফ