কক্সবাজারে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

Cox's Bazar

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব ২ জনকে আটক করেছে।

শনিবার (২১ জুলাই) সন্ধ্যায় শুরু হওয়া এ অভিযান এখনো অব্যাহত রয়েছে।

আটককৃতরা হলেন, মোহাম্মদ শহীদুল্লাহ ও আব্দুল হাকিম। কারখানা থেকে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র এএসপি মো. মিনতানূর রহমান জানান, মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা রয়েছে এমন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল শনিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে রাত ১১টার দিকে উপজেলার হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া যায় বলে তিনি জানান।

আরও কারখানা রয়েছে কিনা সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব।

আজকের বাজার/একেএ