কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন
ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার কমিশনারের বিশেষ প্রতিনিধি আইরিশ সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী এ্যামন গিলমোর এর নেতৃত্বে প্রতিনিধি দলটি আজ সকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এসময় তাঁরা কুতুপালং ক্যাম্পের ডি-৫ ব্লকে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।
রোহিঙ্গারা মিয়ানমারের সেনা বাহিনী কর্তৃক তাদের উপর হত্যা, ধর্ষণ, নির্যাতন ও অগ্নিসংযোগ সহ দেশ ত্যাগে বাধ্য করার বিবরণ দেন। ইইউ প্রতিনিধি দলের সদস্যরা গভীর মনোযোগ সহকারে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা এই রোহিঙ্গাদের কথা শুনেন।

এ সময় সেখানে উপস্থিত রোহিঙ্গারা বলেন, মিয়ানমারে তাদের নাগরিকত্ব নিশ্চিত না হলে, বসত-বাড়ি ফেরত দেয়া না হলে তারা স্বদেশে ফিরে যাবে না। তাঁরা রাখাইনে রোহিঙ্গা গণহত্যার বিচারও দাবি করেন।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের নেতা এ এ্যামন গিলমোর বলেন, প্রতিনিধি দলটি আগামী শুক্রবার মিয়ানমারে গিয়ে রোহিঙ্গাদের বিষয়ে সেদেশের সরকারের সাথে কথা বলবেন।

ইইউ প্রতিনিধি দল বিকেলে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামের সাথেও বৈঠক করেন।
আবুল কালাম বলেন- এ্যামন গিলমোর এর নেতৃত্বে ইইউ প্রতিনিধি দলটি ২ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। সফর কালে রোহিঙ্গা সংকটের মানবিক দিক সহ নানান বিষয় নিয়ে প্রতিনিধি দলটি ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও আইনমন্ত্রী আনিসুল হকের সাথেও বৈঠক করবেন। তাদের মিয়ানমার সফরেরও কথা রয়েছে।
প্রতিনিধি দলের সদস্যরা বিকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।