কনটেইনার তৈরির কারখানা করবে এনার্জিপ্যাক

দেশে পণ্য পরিবহনের কনটেইনার তৈরির কারখানা করবে পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। এ জন্য তারা বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৩০ একর জমি বরাদ্দ নিয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের মধ্যে জমির ইজারার চুক্তি স্বাক্ষরিত হয়।

রাজধানীর বীর উত্তম সি আর দত্ত সড়কে বেজা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জানানো হয়, ইস্পাত কারখানা ও কনটেইনার তৈরির কারখানায় এনার্জিপ্যাক প্রায় ৯ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩৩ কোটি টাকা।

কন্টেইনার প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে তারা এশিয়ার শীর্ষ দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে এ বাজারে প্রবেশ করতে চায়। বেজা এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

সভায় এনার্জিপ্যাক লিমিটেড এর প্রকল্পের ওপর একটি সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরা হয়। এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের চেয়ারম্যান রবিউল আলম উপস্থিত ছিলেন।