কন্টে উড়িয়ে দিলেন মেসিকে দলে ভেড়ানোর গুজব

লিওনেল মেসিকে দলে ভেড়ানোর গুজব ‘কল্পনা প্রসুত’ উল্লেখ করে নাকচ করে দিয়েছেন ইন্টার মিলানের কোচ এ্যান্টনিও কন্টে। গুটিকয়েক গণমাধ্যমের রিপোর্টে সিরিএ লীগের এই ক্লাবটি বার্সেলোনা তারকা মেসিকে দলভুক্ত করতে যাচ্ছে বলে উল্লেখ করেছিল।

শনিবার জেনোয়াকে ৩-০ গোলে হারিয়ে সিরি এ লীগের দ্বিতীয় অবস্থানে উঠে আসার পর কন্টে বলেন,‘ আমরা কাল্পনিক ফুটবলের কথা বলছি। বর্তমানে এমন এক পরিস্থিতি বিরাজ করছে যেখানে অনেক কারনেই ইন্টার এমন প্রস্তাব দিতে পারে না।’

ছয় বারের ব্যালন ডি অঁর খেতাব জয়ী ৩৩ বছর বয়সি মেসি তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের প্রায় পুরোটাই কাটিয়ে দিয়েছেন বার্সেলোনায়। কাতালান ক্লাবের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে আগামী বছর অর্থাাৎ ২০২১ সালে।

জুভেন্টাস ও চেলসির সাবেক এই কোচ বলেন,‘ আমি জানিনা পৃথিবিতে এমন কোন পাগল আছে কিনা যে মেসিকে পেতে চাইবে না। কিন্তু তিনি সত্যিকার অর্থেই আমাদের নাগালের অনেক বাইরে। সুতরাং আমরা কিভাবে তাকে নিব।’

জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পাল্লা দিতে ইন্টার মেসিকে দলভুক্ত করতে চায় বলে যে রিপোর্ট বেরিয়েছে তা নাকচ করে দিয়েছেন উত্তরাঞ্চলিয় ক্লাবটি প্রধান নির্বাহি (সিইও) গুইসেপ্পে মারোত্তা। তিনি বলেন,‘ আমাদের লক্ষ্য মেসি নন। তিনি বার্সেলোনা ছাড়বেন বলেও আমি মনে করিনা।’ খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান