করোনাভাইরাসে এই প্রথম মৃত্যু সিরিয়ায়

সিরিয়ায় এই প্রথম মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। রোববার সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কারোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নেয়ার পরপরই তিনি মারা যান। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশে নতুন করে আরও চার ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  এ নিয়ে দেশটিতে মোট ১০ ব্যক্তি করোনায় আক্রান্ত হলেন। গত সপ্তাহে সিরিয়া প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করার কথা ঘোষণা করেছিল।

সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে কারফিউ ঘোষণা করেছে সিরীয় সরকার। ব্যবসা, স্কুল, মসজিদ ও বেশিরভাগ সরকারি অফিসের পাশাপাশি গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। খাবার স্বল্পতার আশঙ্কায় আতঙ্কিত হয়ে অনেকে বাড়তি কেনাকাটা করছে। তাতে পণ্যের দামও বেড়ে গেছে। ৯ বছরের যুদ্ধে ক্ষতবিক্ষত সিরিয়ায় বড় ধরনের মহামারির ঝুঁকি রয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। স্বাস্থ্য সেবা সুরক্ষা ব্যবস্থার ঘাটতিও রয়েছে সেখানে।  করোনার সংক্রমণ ভয়াবহ হলে সেটা কীভাবে মোকাবিলা করবে সিরিয়া, সেটা নিয়ে দুশ্চিন্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ডিসেম্বর মাসের শেষ দিকে চীন থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এই প্রথম এ ভাইরাসের সংক্রমণে সিরিয়ায় কোনো ব্যক্তির মৃত্যু হলো। বিশ্বজুড়ে ৩৪ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি

আজকের বাজার/ শারমিন আক্তার