করোনাভাইরাসে বিশ্বে মৃত্যু ৩ লাখ ছাড়াল

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা শুক্রবার সকালে বেড়ে ৩ লাখ ৩ হাজার ৩৫১ জনে দাঁড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ২৫ হাজার ১০৩ জন।

বর্তমানে করোনায় আক্রান্ত ২৫ লাখ ১৮ হাজার ১০ জন রোগীর মধ্যে ২৪ লাখ ৭২ হাজার ৪৫০ জন স্থির অবস্থায় রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৪৫ হাজার ৫৬০ জনের অবস্থা গুরুতর। যা আক্রান্তদের দুই শতাংশ।

এই ভাইরাসে এ পর্যন্ত সারা বিশ্বে সুস্থ হয়েছেন ১৭ লাখ ৩ হাজার ৭৪২ জন।

কোভিড-১৯ এর ভাইরাসটি বিশ্বের ২১২টি দেশ এবং অঞ্চলে ছাড়িয়ে পড়েছে।