করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় বিশ্বে ১,৬৩১ জনের মৃত্যু

বৈশ্বিক মহামারিতে রূপ নেওয়া কভিড-১৯ রোগে রবিবার ২৪ ঘণ্টায় বিশ্বে ১ হাজার ৬৩১ জন মানুষের মৃত্যু হয়েছে এবং এ সময়ে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৪৪০ জন। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে। করোনাভাইরাসে বিশ্বে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৫৫৩ জন এবং মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৪ হাজার ৬৫৪ জনে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হওয়াদের মধ্যে থেকে ৯৮ হাজার ৮৮৪ জন পুরোপুরি সুস্থ হলেও ২ লাখ ১৩ হাজার ৪৬২ জন চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি আরও ১০ হাজার ৫৫৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হওয়া ৫ দেশ: ইতালি (৬৫১), স্পেন (৩৯১), ইরান (১২৯), যুক্তরাষ্ট্র (১১৭) এবং ফ্রান্স (১১২। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হওয়া ৬ দেশ: যুক্তরাষ্ট্র (৯,৩৩৯), ইতালি (৫,৫৬০), স্পেন (৩,২৭২), জার্মানি (২,৫০৯), ফ্রান্স (১,৫৫৯) এবং ইরান (১০২৮)। সূত্র-ইউএনবি

আজকের বাজার/শারমিন আক্তার