করোনাভাইরাস: ইউরোপে ‘উল্লেখযোগ্য হারে’ সংক্রমণ বৃদ্ধি নিয়ে সতর্ক করল ডব্লিউএইচও

করোনাভাইরাসের কারণে জারি করা বিভিন্ন নিষেধাজ্ঞা শিথিল করার পর প্রথম মাসের মধ্যেই ইউরোপে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ মহাদেশে পুনরায় ব্যাপক হারে করোনার সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক ড. হ্যানস হেনরি পি ক্লুজে।

তিনি জানান, আর্মেনিয়া, সুইডেন, উত্তর ম্যাসেডোনিয়াসহ ইউরোপের ১১টি অঞ্চল পুনরায় তীব্র সংক্রমণের ঝুঁকিতে রয়েছে।

বিষয়টি গুরুত্ব সহকারে না দেখা হলে সকল স্বাস্থ্য ব্যবস্থাকে ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’ ঠেলে দেয়া হবে বলে সতর্ক করেন ড. হ্যানস।

তিনি বলেন, ‘ইউরোপের বেশ কয়েকটি দেশে এ ঝুঁকি এখন বাস্তবে পরিণত হয়েছে। গত দুই সপ্তাহে ৩০টি দেশে নতুন কোভিড-১৯ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ১১টি দেশ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।’

বিশ্বজুড়ে প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে এবং মৃত্যু হচ্ছে কমপক্ষে ৭০০ মানুষের।