করোনাভাইরাস: ইতালিতে একদিনে প্রাণ গেল ১৩৩ জনের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে একদিনেই ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে ভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৬ জনে। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৫ শতাংশ। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৭৫ জন।

দেশটির নতুন কোয়ারেন্টাইন আইন অনুযায়ী এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লম্বার্ডি এবং ১৪টি প্রদেশের ১ কোটি ৬০ লাখেরও বেশি মানুষকে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ অনুমতি নিতে হবে।

এদিকে করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় আগামী ৩ এপ্রিল পর্যন্ত সকল স্কুল, ব্যায়ামাগার, যাদুঘর, নাইটক্লাবসহ অন্যান্য স্থান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে।

এর আগে, গত সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করে সরকার।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বব্যাপী ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে প্রায় ৩ হাজার ৮৩০ জনের। তথ্য-ইউএনবি

 

আজকের বাজার/শারমিন আক্তার