করোনাভাইরাস: ফিলিপাইনে ১ জনের মৃত্যু

করোনাভাইরাস আক্রান্ত হয়ে এই প্রথম চীনের বাইরে ফিলিপাইনে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৫ জানুয়ারি জ্বর, কাশি গলা ব্যথা নিয়ে চীনের উহান প্রদেশের ৪৪ বছর বয়সী এক নাগরিক হাসপাতালে ভর্তি হন। ফিলিপাইনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন সময়ে ওই চীনা নাগরিকের নিউমোনিয়া প্রকোপ আকার ধারণ করে। প্রথমে তার স্বাস্থ্যের অবস্থা কিছুটা উন্নতি হয়। পরবর্তীতে তার অবস্থা খারাপ হতে শুরু করলে ২৪ ঘণ্টার মধ্যেই ওই রোগী মারা যায়। নিহতের ৩৮ বছর বয়সী নারী সঙ্গীর শরীরেও করোনাভাইরাসের লক্ষণ পাওয়ায় ম্যানিলা শহরের একটি হাসপাতালে তাকে আলাদাভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। ফিলিপাইনে করোনাভাইরাস শনাক্ত করা এই দ্বিতীয় রোগীও চীনের উহান শহরের নাগরিক।

সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, করোনাভাইরাসের প্রার্দুভাব নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় এর উৎপত্তিস্থল হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের নিকটবর্তী হুয়াঙ্গ্যাঙ্গ শহরে ছয় কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। চীন সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার(ডব্লিউএইচও)দেয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১৪ হাজার ৩৮০ জন এবং এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩০৪ জন। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান