করোনাভাইরাস: বিশ্রামের সময় নেই পুলিশের

সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাসা থেকে বের হওয়া নাগরিকদের সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। পুলিশ সদস্যদের যানবাহন পরীক্ষা, নাগরিকদের সরকারি নির্দেশনা মেনে চলতে এবং কোনো জরুরি প্রয়োজন ছাড়াই বাইরে না আসতে অনুরোধ করতে দেখা গেছে।

সশস্ত্র বাহিনীর সদস্যরাও স্থানীয় প্রশাসনকে সরকারের নির্দেশনা কার্যকর করতে সহায়তা করছে।

১) সরকারের নির্দেশনা উপক্ষো করে যারা বাসা থেকে বের হয়েছেন তেমন একজন মোটরসাইকেল চালকের কাগজপত্র পুলিশ সদস্যরা যাচাই করছেন।

২) করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে পুলিশ সদস্যরা জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হতে প্রাইভেটকার চালকদের পরামর্শ দিচ্ছেন।

৩) পুলিশ সদস্যরা একজন মোটরসাইকেল চালককে অপ্রয়োজনে বাইরে চলাফেরা সম্পর্কে সতর্ক করে দিয়ে প্রত্যেককে বাড়িতে থাকতে পরামর্শ দিচ্ছেন।

সূত্র-ইউএনবি

আজকের বাজার/ শারমিন আক্তার