করোনাভাইরাস: মাসিক বেতনের অর্ধেক অনুদান দিচ্ছেন টাইগাররা

করোনাভাইরাস মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের শীর্ষ ২৭ জন ক্রিকেট খেলোয়াড়। তামিম ইকবালের উদ্যোগে খেলোয়াড়রা তাদের এক মাসের বেতনের ৫০ শতাংশ সরকারকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটারের সাথে সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে খেলা আরও ১০ ক্রিকেটারসহ মোট ২৭ জন উদ্যোগ নিয়েছেন তহবিল গঠনের।

বিসিবির চুক্তিতে থাকা ১৭ খেলোয়াড় হলেন- তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন এবং মোহাম্মদ নাঈম শেখ।

এছাড়া জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা হলেন- মাশরাফি বিন মর্তুজা, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ, রুবেল হোসেন, নাসুম আহমেদ এবং সাইফ হাসান। উল্লেখ্য, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বাংলাদেশে এ পর্যন্ত ৩৯ জন আক্রান্ত হয়েছেন। আর দেশে এ ভাইরাসে প্রাণ গেছে ৫ জনের। আক্রান্তদের মধ্যে তিনজন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী বলে জানিয়েছে আইইডিসিআর। এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ১৮ হাজার ৯৪৪ জনের। সূত্র-ইউএনবি

আজকের বাজার/ শারমিন আক্তার