করোনামুক্ত করতে গিয়ে মাইক্রোওয়েভে পুড়ল ৩৬ হাজার টাকা!

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে নোট জীবাণুমুক্ত করতে গিয়ে এক চীনা নারী ৩ হাজার ইউয়ানের (৩৬ হাজার টাকা) বেশি পুড়িয়ে ফেলেছেন। সম্প্রতি দেশটির জিয়াংশু প্রদেশের জিয়ংসিনে এ ঘটনা ঘটে। ওই নারীর এমন অদ্ভূত কাণ্ড অনেককে বিস্মিত করেছে।

চীনের গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, জিয়ংসিনে বসবাসরত আন্ট লি নামের এক নারী সম্প্রতি চীনের সিআইটিআইসি ব্যাংকের শাখা থেকে ৩ হাজার ইউয়ানের নোটগুলো তোলেন। নোটের মাধ্যমেও করোনা ছড়াতে পারে-এমন আশঙ্কায় নোটগুলো জীবাণুমুক্ত করতে মাইক্রোওভেনে দেন। কিন্তু এক মিনিটের মধ্যে নোটগুলো পুড়ে কালো হয়ে যায়।

পরে তিনি নোটগুলো নিয়ে আবার ব্যাংকে যান। ব্যাংক অবশ্য ক্ষতিগ্রস্ত হওয়া সব নোট ফেরত নেয়নি। তবে পুড়ে যাওয়া নোটের পরিবর্তে কিছু টাকা ওই নারীকে ফেরত দেয়া হয়েছে।

আজকের বাজার/ এ.এ