করোনায় আরও এক পুলিশের মৃত্যু

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক উপপরিদর্শক (এসআই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে দেশে মোট চারজন পুলিশ সদস্যের করোনাভাইরাসে মৃত্যু হয়।

জানা যায়, আজ শুক্রবার সকাল ৮টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসআই নাজির উদ্দিনের মৃত্যু হয়। তার বয়স ছিলো ৫৫ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা। তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে প্রাণ দিলেন এসআই নাজির উদ্দীন। তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রতিরক্ষা শাখায় কর্মরত ছিলেন।’

এআইজি বলেন, ‘নাজির উদ্দীনের করোনা পজিটিভ ধরা পড়ে গত ২৫ এপ্রিল। এরপর থেকেই তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন।’