করোনার টিকা পরীক্ষা স্থগিত করল জনসন অ্যান্ড জনসন

এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় করোনাভাইরাসের টিকার পরীক্ষা স্থগিত করেছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি জনসন অ্যান্ড জনসন।

সংস্থাটি এক বিবৃতিতে জানায়, কোভিড-১৯ ভাইরাসের সম্ভাব্য প্রতিষেধকের সব ক্লিনিক্যাল ট্রায়াল সাময়িক বন্ধ রাখা হয়েছে। তৃতীয় পর্যায়ের ইএনএসইএমবিএলই ট্রায়ালসহ যে পরীক্ষা চলছিল আপাতত তা বন্ধ রাখা হচ্ছে। একজন স্বেচ্ছাসেবক রোগে আক্রান্ত হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইএনএসইএমবিএলই’র স্বাধীন ডেটা সুরক্ষা মনিরটিং বোর্ডের পাশাপাশি অভ্যন্তরীণ ক্লিনিক্যাল ও সুরক্ষা চিকিৎসকদের দিয়ে রোগীর অবস্থা পর্যালোচনা এবং মূল্যায়ন করা হয়েছে।